পিতৃ-আদর কোনদিনই জোটেনি
আবছা মনে পড়ে ‍মায়ের মুখটি
আপনজন, সহায়-সম্বল
সে-তো দূর আকাশের একফালি চাঁদ
রেল স্টেশনে কেটেছে কত হাজার রজনী
অলি-গলি অন্ধকারের সাক্ষী
অবজ্ঞা অবহেলায় কাটে অনুদিন
স্টেশনে মালটানা, মুটেগিরি
তবেই মুখে জোটে একমুঠো অন্ন।


ছেলেটি এখন যুবক
একুশটি বছর জীবন থেকে পার
শক্ত-সামর্থ্য শরীর, দেহে বহে তারুণ্যের রক্ত
সে রক্তে দারুণ তেজ
ভীষণ নিষ্ঠুর-নির্মম এ সমাজ
জমতে থাকে প্রবল নিগ্রহ-বিদ্বেষ
ধিকিধিকি জ্বলে চেতনে
প্রতিনির্মম প্রতিশোধের আগুন ...... ।


না! সে-তো অপরাধী হতে চায় না
ভালো হয়ে বাঁচতে চায়, দশজনের মতো
কে এমন, কে হবে সহায়ক
রাষ্ট্র, নাকি সমাজ!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/০২/২০১৬