ঘোরলাগা অন্ধকারে চোখে চোখে ঝিমুনি
অসাড় নিঃসাড় দেহ
বিকট শব্দে কেবল একটু কেঁপে ওঠে
জটিলতা, কুটিলতা, মারপ্যাঁচে
আটকে যাওয়া চোরাবালি-কষ্ট
আশায় আশায় থাকে দৈবাত-সুখ
সূর্যকে জাপটেধরা কুয়াশাভোর
চোখেমুখে রহস্যঘেরা আগন্তুক মুসাফির
গাঁয়ের পথে হেঁটে যায়
হায়রে কপালপোড়া, এখনো ঘুমিয়ে !
জেগে ওঠ, জাগিয়ে তোল !!!


ফিরোজ, মগবাজার, ২১/১২/২০১৭