(১)
বহু বহু দিন পর
প্রবাসী স্বামী এলো বাড়ি
করোনা আতঙ্ক
দয়িতা পালায় গৃহ ছাড়ি ।


(২)
রাতভর সর্দি, কাশি, জ্বর
ভারী নম্র ভদ্র ছেলের
মায়ের সকরুণ আকুতি
বিপন্ন চোখ ভেজে জলে
করোনায় ভীত প্রতিবেশী
পাশে নেই, সাড়া নেই কারো
চিকিৎসা বিনা কাটে প্রহর
অবশেষে জীবন গেল চলে ।


(৩)
সর্দি, জ্বর, শ্বাসকষ্টে মৃত এক যুবক
আঙিনায় পড়ে আছে
বেওয়ারিশ লাশের মতো
ভুলেও পা পড়ে না কারো
কেউ নেই কাছে, করোনার ভীতি
দাফনে অনীহা, পড়ে থাকে লাশ
চির বিদায়েও
সাড়ে তিন হাত জায়গার বড্ড অভাব !


(৪)
কর্মঠ যুবক, সর্দি, জ্বর নিয়ে
ঢাকা ছেড়ে ফিরে এলো গ্রামে
করোনার ভয়, দল মত গ্রামবাসী এক
এই ছেলে ঢুকবে না গ্রামে
বৃহত্তর স্বার্থ বলে কথা
অসহায় যুবক
ফ্যালফ্যাল তাকিয়ে থাকে
দিগন্তের নীলও উপহাস করে … !


(৫)
জাহিদ সাহেবের সর্দি, জ্বর, শ্বাসকষ্ট
পুরাতন হাঁপানি রোগ
করোনার ভয়
আতঙ্কিত বাড়িওয়ালা
’টু লেট’ ঝুলিয়ে দেয় গেটে ।


(৬)
রিকসাতে বসা
সাদা চামড়ার এক বিদেশী ভদ্রলোক
অসাবধানে পড়ে গেলে স্যুয়ারেজের গর্তে
বেশ দূরত্বে উৎসুক জনতা
মোবাইলের বাতি জ্বলে, ছবি ওঠে
নেটে আপলোডও হয়
করোনার ভয়ে আতঙ্কিত
বাড়িয়ে দেয় না কেউ একটি হাত …
শেষে হাসপাতালের বিশেষ গাড়িতে উদ্ধার ।


(৭)
মফস্বলের হাসপাতাল
এক বয়স্ক রোগীর আগমন
সর্দি, জ্বর আর হাঁপানি
করোনার ভয়
নার্স নেই, বয় নেই, ডাক্তারও নেই
বিনা চিকিৎসায় পড়ে থাকে বারান্দায়
চোখের সামনে
মৃত্যুর দেয়াল দেখা যায় … !


ফিরোজ, মগবাজার, ৩১/০৩/২০২০