ভোলাভালা স্বাস্থ্যবান ছেলেটি
নিরীহ গোবেচারা ভীষণ
দুষ্টু ছেলের দল দেয় সুড়সুড়ি
করে উত্ত্যক্ত জ্বালাতন
ক্রমাগত সুড়সুড়ি, উত্ত্যক্ততাও অবিরাম
দাঁতে দাঁত চেপে, ঠোঁটে ঠোঁট চেপে
চুপচাপ প্রতিবাদহীন।


এবার মাঝে মাঝে চিমটি কাটে
সাথে করে উত্ত্যক্ত সারাক্ষণ
মৃদু ব্যথা অনুভব, ও-কিছুনা
নিরীহ গোবেচারা ছেলে উপেক্ষা করে তবু
থাকে চুপচাপ নিশ্চুপ।


দুষ্টুমি সংক্রামিত
ক্রমেই বেড়ে চলে ভয়ানক তামাশা
উৎপাত, জ্বালাতন, পীড়ন
নিরীহ গোবেচারা
ভোলাভালা ছেলেটি
ধীরে ধীরে হারায় ধৈর্যের বাঁধ
স্বাস্থ্যবান ছেলেটি উন্মাদ উন্মত্ত
বেহিসাবী ছোড়াছুড়ি
ছোটাছুটি এদিক সেদিক।


পিচঢালা পথ
জমাটবাঁধা থকথকে রক্ত
শার্ট-প্যান্টে লেগে থাকা লাল লাল ছাপ
পাশে পড়ে আছে প্রিয় কলমটি
বইয়ের ব্যাগটিও রক্তে ভেজা
ভেজা বাংলা বইয়ের প্রিয় কবিতার পাতাটিও
কালো লেখাগুলো লালে গেছে ঢেকে
পড়া যায় শুধু চারটি লাইন ...


“আমাদের ছোট গ্রাম ছোট ছোট ঘর
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
এক সাথে খেলি আর পাঠশালে যাই”


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৩/০৬/২০১৬