জ্বালাময়ী কথার বিষে বিষে
নিত্য অহরহ অতিষ্ঠ করে চললেও
ভয়ঙ্কর হিংসিত শব্দ-চাবুকে নিউরন সেলগুলো
ক্রমাগত উত্তেজিত হলেও
সারণির পরতে পরতে শুধুই অবজ্ঞার নীল কালির
ছোপ ছোপ কলঙ্ক-দাগ
সকাল কেবলই সকাল নয় যেন
অন্ধকারের ডাকে ফেলে যাওয়া নিশানা
দংশনে দংশনে পাখির কলতানও
হয়ে পড়ে গরল হলাহল
মিষ্টিমুখে বড়ই দূষিত হেঁয়ালি আপ্যায়ন
পারলে নিক্ষেপ করো
কুণ্ঠিত শিখর ছাড়ানো কোন এক পথে
দিশেহারা হয়েও ঘোরাফেরা আশপাশ
কারণ তবুও তুমি আমার মিতা ।


ফিরোজ, দিলকুশা, ০৮/১১/২০১৭