তুমি যদি বারবার, দূরে ঠেলে দাও
আলুথালু অসময়, ঘিরে ধরে ঘরে
কেনো তবে জমিনের, খোঁজ নিতে চাও?
প্রতি পা-ফেলা চিহ্নের, পাতা তুলে ধরে।
বিষের জ্বলনে পোড়াও, থেকে তুমি ঘোরে
পথহারা পথে চলে, কিবা আছে গতি?
দাঁড়ায়ে রয়েছে কাল, সম্মুখের ভোরে
তবুও তোমার কেনো, ফেরে না সুমতি?
তুষের আগুনে হায়, করে যাও ক্ষতি
শয়নে ধেয়ানে রেখে, কার কথা মনে?
বহে কাল, থাকবে না, সময়ের যতি
মনে হয় কার যেনো, কানে কথা শোনে!


তাই বলি ঘোর ছেড়ে, রাখবে অভয়
শান্তির হাওয়া ঘরে, আনো সুসময়।


ফিরোজ, মগবাজার, ১৩/০৫/২০২০