গলির শেষ মাথায় আমি আর ধবধবে এক সাদা কুকুর,
দুটি জীবন্ত প্রাণ, দুটি আলাদা ভাষায়, দুটি আলাদা অনূভুতিতে বিভোর।


এখানে সমাবেশ অথচ উপস্থিতি অজানা,
এখানে কোলাহল অথচ শব্দহীন,
এখানে কত গল্পগুজব অথচ অর্থহীন,
এখানে মগ্ন চোখাচোখি অথচ দৃষ্টিহীন


আধারের নগরী পাহাড়ায় কুকুরটি ঘেউ ঘেউ করে,
অমানুষ কিংবা আমাদের মাঝে দেখে অন্ধকার,
আমি অসাধু নাগরিক, শহরে ঘুরে ফিরে সর্বনাশ ছিটাই,
আহারের লোভে মনুষ্যত্ব বেচি চড়া দামে, বড্ড লোভ জাগে আমার।


প্রতিরাতেই কুকুরটি পাহাড়ায় বসে,
আমিও নিশানা খুজি,
অফিসের ঘুষখোর বড় সাহেব, মহল্লার টেন্ডারবাজ বড় ভাই,
জনগণ লুটে ফুলে উঠা নেতাদের ঘরের আয়তন মাপি,
যেখানে লুকায়িত কুকুর আর আমার আহারের যোগান।  


আমাকে দেখলে কুকুরটি তেড়ে আসে, আমি অযত্নে ভেঙচি কাটি,
ঘেউঘেউয়ে ঝংকার তুলে সারা বাড়ি,
কুকুর লেজ নাড়ে, আমি হুংকার তুলে বলি
খামোশ বেত্তমিজ, কর্মে তুই অনড়, জাতে আমি,
তুই ও তর মালিক একই নীতি পূজারী।