"তাঁহারা"
[শামিম ইশতিয়াক]
তারার দেশে থাকে তাঁহারা
দেশটা অনেক দূর,
বারে বারে ফিরে আসে তারা
হয়ে লক্ষ প্রানের সুর।
তাদের আছে রক্তিম দেহ
ছিটেফোঁটা অভিমান
বর্ণমালার আঘাতে ক্ষত
রক্তকণিকা বহমান।
প্লেকারড হাতে স্লোগান মুখে
হেটেছিলো বুলির লাগি
দূর আকাশে বসত করে
এখনো তাহারা ত্যাগী।
রক্ত দিয়ে ভাষাবানিজ্য
মায়ের ভাষা এনে দে
ইয়াহিয়ার মুখে লাথি মেরে
বাংলাভাষী আওয়াজ দে।
তাঁহারা দিয়েছে রক্তরস
আমরা হচ্ছি ভিন্নতা,
বিদেশীভাষার প্রেমেজর্জর
আমরা পেয়েছি আধুনিকতা।
হিন্দি ইংলিশ মুখে মুখে
ভুলি আত্মনির্ভরতা।
-------©-------
শামিম ইশতিয়াক
অর্থনীতি বিভাগ
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।