কে কবে বলেছিল আমায় কি ভালো লাগে সবচেয়ে বেশি,
আকাশ না সমুদ্দুর?
ঈষৎ হেসেছিলাম আমি, কি অদ্ভুত প্রশ্ন করছিস!
প্রশ্ন তো প্রশ্নই, আমি স্পর্শ আর অনস্পর্শর মধ্যকার শ্রেষ্ঠত্বকে বুঝাচ্ছি।
হ্যাঁ, আমার কাছে আকাশই শ্রেষ্ঠ।
তুই তো আমাকে অবাক করলি,
ভয়ঙ্কর সুন্দর সমুদ্রকে তুই ঠেলে দিলি।
দাঁড়া, অস্থির হোসনে বুঝিয়ে বলছি-
ঠিক যে কারনে তুই আমি সবাই আকাশ, সমুদ্রের প্রশ্নে ফিরে আসি,
তাতো অনেকেরই জানা।
মানুষের অস্থায়ী দুর্বলতা তার আগ্রাসনকে প্রশ্নের সম্মুখীন করে,
তাই সে বিশালতার কাছে গিয়ে নিজের ক্ষুদ্রতাকে তাচ্ছিল্য করে।
হ্যাঁ ঠিক ধরেছিস তবে ঐ আকাশকে কেন সবচেয়ে প্রাধান্য দিচ্ছিস?
কে বড় তোর কাছে,
সসীমতার রাংতা কাগজে মোড়া সমুদ্দুর,
না অসীমতার মায়াজালে ঢাকা আকাশ।
যাই হোক সমুদ্রের টান অমান্য করা খুবই কঠিন
আর আকাশতো আটপৌঢ়ে।
আরে একেই বলে চঞ্চল সমুদ্রের পার্থিব টান
আর স্থির আকাশের অপার্থিব টান।।