চাইনা কেউ ভয় পেয়ে যাক
তবু ও অস্থিমজ্জায় যে শৈত্যতা বয়ে বেড়াচ্ছি
তা না হয় সবে এক আধটু জানুক।
জীবনের ভার যখন একটু বেশিই ভারি
শুনতে কি পাও আমার মধ্যে
স্তূপ হয়ে থাকা গ্লেসিয়ার এর গোঙ্গানি।


মাঝে মাঝে যাইনা  ঘরের  বাহিরে
তুষার ভারে হৃদয় চাপা
হৃদয় ভাঙ্গে যদি হঠাৎ আভালাঞ্জে।
তবু ও ভুল করে ও ভুল বুঝোনা
কেমন আছি আমি  
নিয়ে অসীম সৌন্দর্যের এই শুভ্রতা।


গায়ে জমে থাকা বরফ স্তূপে
সূর্যের আলোর ছোঁয়ায়  
অদ্ভুত এক জাদুর দেখা মেলে।  
অথবা তুষার পাতে
চোখ বন্ধ করে মুখ খুললে  
ঝরা তুষার সব জিভে আটকাচ্ছে।  


বনের মেঝেতে স্তূপ বরফ জাঁকিয়ে বসেছে
সেই কবে থেকে গাছেরাও সব  
বরফের চাদরে ঢেকে আছে।    
মাঝে হঠাৎ দমকা হাওয়ায়
ওদের গলায় জড়িয়ে থাকা  
স্কার্ফ গুলি সব ছুটে পালায়।


এমন জীবনে লাভ কি বলো মন খারাপ করে
শৈত্য আর তুষার ঝরে বেশ আছি দেখো
অন্তরের অগ্নি শিখার উত্তাপে।