আমার মায়ের কথাগুলো
হারিয়ে গেল চিরতরে
মাগো তোমার মায়াভরা কথাগুলো
ছিল আমার ভুভনভরে।
তোমার আচল তলায় মাগো
তুমি আর ক'টা দিন রাখো,
একবার উঠে জড়িয়ে ধরে
ডাকোনা মা আমাকে।


শিয়রে বসে কান্না করে
সময় যে মা কাটে,
নয় সে নয় মাগো
শুধু যে স্মৃতির বাতায়ন।
বিদায় বেলায় অশ্রু ছাপিয়ে তোমার চোখে
শানিয়ে উঠেছিল ভালোবাসার ব্যাকুলতা।


জীবনের সব কথাগুলো জড়ো হয়ে আসে মায়ের মনে।
একাকী মায়ের বুকখানি কেঁপে কেঁপে যে উঠে।
মাগো তোমার ইচ্ছা অনিচ্ছা সবই যে হারিয়ে গেল,
বুক খানি আজ ভরে দেবে কি মায়া আর মমতায়।


আমার মায়ের কথাগুলো
হারিয়ে গেল চিরতরে,
আর একটাবার আদর করে
আমায় তুমি ডাকো
মাগো তোমার আঁচল তলায় আর কিছুদিন রাখো।
কতদিন শুনি না আর মায়ের ডাক।
ভালোবাসা আর আদরে আমায় আঁচল তলায় বাধো।