আকাশ ভেঙে বৃষ্টি এল ফুলের বাগানে,
মনের গহীনে বাজল বাশি গোপন ভূবনে।
একটি বিপন্ন চাঁদ শেষ রাতে আমাদের নদীর কূলে,
হিম ছোয়া স্নিগ্ধ হাওয়ায় ফুল ফোটে শাল বাগানে।


মেঘের খেলা দেখে কত স্মৃতি মনে পড়ে,
কত দিনের লুকোচুরি শরৎ এর কাশবনে।
দীর্ঘ হোক একটি দিন সূর্য ডোবার আগে,
সুখের আলোয় রাত্রি হোক চাঁদের অগ্রভাগে।