নারী তুমি  লক্ষ্মী সরুপিণী।
কখনো  তুমি শুধুই  মোহিনী।


নারী কখনো  দুর্গা
কখনো  শুধু  জনম দু:খীনি
নারী তুমি  মায়াবতী
কখনো  তুমি  অগ্নি মুর্তি।


নারী  তুমি  সতী কখনো  পাতকিনী।
নারী  তুমি কখনো  দ্রৌপদী কখনো উর্বশী।
নারী  তুমি সংসারের  কর্তী।
কখনো শুধুই  চাকরানী।


আমাদের  সমাজে পুরুষরা চায়
নারীরা  হবে শ্রমবতী মায়াবতী
এই সমাজের নারীরা কষ্টে  পীড়িত কষ্টবতী।


নারীদের  জীবন ভালোবাসাহীন
জীবনের সন্ধিতে  মনে  হয় ভাষাহীন।