আকাশ ভরা হাজারো তারা,
রাতের গহীন নিরালাতে আমি তন্দ্রাহারা।
আধখানা চাঁদ রাতের কাব্য হাসছে ধরাতে,
পাশে নাই যে কেও খোপায় গোলাপ জড়াতে।


মিটিমিটি চেয়ে থাকা তারকার করুন নয়ন,
চাঁদের মধুর হাসি রাতের আধারে পুলক চুম্বন,
রাতের কাব্য বসন্ত শোভা বিকশিত কুসুমের হাসি।
দিকে দিকে শুধু গান, শুধু প্রেম ভালবাসা-বাসি।


সারা রাত ভরে হু হু করে হাওয়া বয়,
ঝড় হয়ে আসে যে আবেগ উদ্দাম,
সেতারার মত জ্বলছে তোমার নাম।
রাতের কাব্য তোমার নামের গোধুলী স্বপ্নে মিশি,
জাগল আমার মনে চাঁদ ও তারার শুন্যতা শশী।