সেকাল ছিল
আন্তরিকতা ও ভালোবাসায় ভরপুর।
একাল হলো  
ক্ষমতা ও টাকার  অহংকারে মজবুত।


সেকাল ছিল
বাবা মাকে সম্মানে জয়কার।
একাল হলো
বন্ধুদের নিয়ে  হাসি তামাশার সময়কাল।


সেকাল ছিল  
ভালোবাসার  জোছনায় গান গাওয়া।
একাল হলো  
ফুলের মতো নিঃশেষে ঝরে যাওয়া।


সেকাল ছিল
শিক্ষকদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার মাখামাখি।
একাল হলো
শিক্ষকদের প্রতি ছাত্রদের তিরস্কার এর হাসি।


সেকাল ছিল
ভালো মানুষ শিক্ষিত জ্ঞানীদের স্বপ্নরাজ‍্য।
একাল হলো
অশিক্ষিত মুর্খদের স্বর্গরাজ্য।


সেকাল ছিল
মানবতার আঁচলে গাঁথা


একাল হলো
হিংস্রতার অভরান্য বাঁধা।
একাল সেকালের চাপে পড়ে  
আমরা এখন পাথর  চাঁপা।