স্বপ্ন; সেতো মনের কথা
কেউ কি দিতে পারে বাঁধা?
মন চায় পাখি হয়ে উড়তে
ফুল হয়ে ফুটতে, মেঘ হয়ে ভাসতে
বৃষ্টি হয়ে ঝরতে।


মনের অলিতে গলিেত যত চাওয়া
স্বপ্নালোকে পাওয়া
স্বপ্নের লাল নীল হলুদে পাখি
নীলিমায় ডানা মেলে রৌদ্রলোকে।


স্বপ্নে থাকেনা বৈষেম্যের পঙ্কিলতা
থাকেনা দু:খ, বেদনা, কলহ, কালিমা
প্রান্তরে সর্ষে ক্ষেতের ছায়া
ভোরের শিশির জোনাকির আলোকে মায়া
ঘুমের অরণ্যে স্বপ্নের কথামালা
ভুলে থাকা জীবনের সব দু:খ জ্বালা।।


         --সমাপ্ত--