তুমি যখন প্রথম সামনে এলে
মনে হল এই মনের আকাশ জুড়ে
অনাকাঙ্খিত বৃষ্টিই নেমে এলো
তুমি যখন বসলে আমার ঘরে
মনে হল এই অন্ধকার জীবনে
আলো এসে উঁকি দিলো।


তুমি যখন তাকালে আমার দিকে
মনে হল আলো ছায়ার খেলা
চলছেই থেকে থেকে  
আমার দৃষ্টি সুস্থির যেই হল
তোমার চোখে আলো হয়ে ফিরে এলো।


মনে হল উড়ে যাওয়া নীলিমায়
পাখিদের ভালবাসায়
অকস্মাৎ ই পড়ল ছড়িয়ে
মনে ও চোখের ভাষায় ।


আমার সকল ইচ্ছেগুলো প্রস্ফুটিত হলো
আমার মনের অজান্তেই
ডানা মেলে উড়েছিল।
তুমি চেয়েছিলে ফুলের মত
আমাকেও ফোটাতে
চেয়েছিল বুকের আলিঙ্গনে
আমাকেও জড়াতে।


অবেশেষে এসেছিলে তুমি সেই মাহেন্দ্র ক্ষনে
হারিয়েছিলাম সঙ্গোপনে আত্মার মিলনে।।