মামা বাড়ির আদর


        মামা বাড়ি ভারি মজা
                    কিল চড় নাই,
        তুলির কপালে মামা বাড়ির
                    মজা কোথা ভাই।


        মা মরলে তুলির বাপ
                    যারে বিয়ে করে,
        সে কয় মামার বাসায়
                    ছেড়ে আসো ওরে।


        চোখের জলে ভেসে বাপ
                    মামার বাড়ি গেলো,
        মামী বলেন রেখে যাও
                    এটাই হোলো ভালো।


        মামার বাড়ি অনেক আদর
                    সকাল থেকে রাত,
        কাজের চাপে ছোট্ট তুলি
                    পায়না খেতে ভাত।


        বাপ টা তার নেয়না খবর
                    দুঃখে কাঁদে তুলি,
        মরে যাওয়া মায়েরে বলে
                    ফেলে কেনো গেলি?


        তুলির কষ্টে ভগবানের ও
                    চোখে এলো জল,
        ভোর রাতে তে বলেন এসে
                    মায়ের কাছে চলে।


        সূর্য যখন মাথার উপর
                    তুলির বাবা এলো,
        বরফ শীতল তুলির শরীর
                    কোলে তুলে নিলো!!!