আশু পাগলা
      *************


      হাসতে হাসতে চলেছে সে
                    কখন ও বা কাঁদছে,
      কখন ও বা বসে পথের উপর
                    কিছু খুঁটে সে  খাচ্ছে।


      পরনের বস্ত্র যে তার শতছিন্ন
                    হুঁস নেই  তার  মোটে,
      এ যে আর কেউ নয়, আমাদের
                    আশু পাগলা  ই  বটে।


      পাড়ায় পাড়ায় বেড়ায় ঘুরে
                    চায় না কিছু ই সে,
      ভালোবেসে কিছু দাও যদি তাকে
                    দাঁত  বার করে হাসে।


      একদিন তার সব কিছুই ছিল
                    আজ  সে  ছন্নছাড়া,
      ভালবাসা দিয়ে বেঁধেছিল ঘর
                  লাগিয়ে মেহেন্দি বেড়া।


      ছিলো তারা দুটি কপোতকপোতি
                     স্বর্গ  সুখের  ঘরে।
      এত সুখ বুঝি হইলো না তাদের
                      বাজ পড়ল  ঘাড়ে।


      সুদূর শ্মশানের লেলিহান শিখায়
                    হোলো সব  ছারখার,
      আশুতোষ আজ আশু পাগলা হয়ে
                   করে শুধু আজ ঘুরবার।


   ₹₹₹₹₹₹₹₹__₹_₹
                        শম্পা দত্ত