আমরা সবাই অভিনেতা
                করছি সদা অভিনয়,
    ভাবছি সবাই ,বুঝছে না কেউ
                মোটেও সেটা সত্য নয়।


    সত্য কথা বলার সাহস
                মানুষ আজ হারিয়েছে,
    একটি মিথ্যা ঢাকতে সে আজ
                হাজারো মিথ্যা কইছে।


    চাক্ চিক্যের আড়ালে মানুষ
                আসল চেহারা লুকায়ে,
    আসল সত্যি লুকিয়ে রেখে
                নকল টা কেই দেখায়।


    নিজের ঢাক্ নিজেই তাঁরা
                পেটায় বেদম জোরে,
    নিজের ভুল পড়েনা চোখে -
                অন্যের টা ঠিক ধরে।


    মিঠে কথায় বোঝাতে চায়
                আছি তোমার পাশে,
    চলে গেলে বোকা ভেবে -
                নিজের মনেই হাসে।


    অভিনয় সদা করতে গিয়ে
                নিজের স্বত্তা হারিয়েছে,
    আপনজনের সাথেও সে আজ
                অভিনয় করে চলেছে।


    সহজ সরল জীবন টা আজ
                ভুলে ই গেছে মানুষ,
    আকাশ ছোঁয়ার লোভে তারা -
                ওড়ায় শুধু ফানুস!!!