বোধোদয়
           """""""""""""""""""""


    সকাল হতে সন্ধ্যা,
    চলে মানুষের জীবন সংগ্রাম--
    চাওয়া পাওয়া,ন্যায়- অন্যায়
    কম বেশী উপাদান।


    কেটে যায়, কাটাতে হয়
    অনেক টা সময়--
    দিনলিপির পরের পাতায়
    কি ছবি রয়েছে আঁকা--
    তার জানার নেই উপায়।


    সময়ের মূল্যায়নে , তাকে
    বিচার করা যায় না।
    জাগরণে বা সুপ্তিতে
    চেতনে বা অবচেতনে
    কোথায় যেন একটা
    ভরসা গড়ে ওঠে--
    বিশ্বাস করতে চায় মন
    সে আছে, সেই সহায়, সেই বন্ধু।


    সুদূর প্রতিধ্বনি সান্ত্বনা দেয়
    সে আছে, তাই আমার অস্তিত্ব--
    এ জগত সভায়।


    তার পরিপূর্ণ রূপ পড়ে না চোখে
    ধরা পড়ে অনুভবে,
    ধরা পড়ে অন্তরে।


    এটাই আমার বোধোদয়!!!


#############
                 শম্পা দত্ত