পথিক তুমি চলেছ কোথায়
                    রৌদ্র মাথায় নিয়ে,
    খানিক দাঁড়াও আমার ছায়ায়
                    একটু নাও জিরিয়ে।


    শীতল বাতাস করব আমি
                    প্রাণটা তোমার জুড়াবে,
    নুতন করে পথটি চলার
                    শক্তি ফিরে পাবে।


    পথিক বলে,তোমায় আমি
                    প্রণাম করি আজ,
    আকারেই নয়কো, মনে ও তুমি -
                    বিশাল ; হে বৃক্ষরাজ।


    নিজ স্বার্থ করতে পুরন
                    উজাড় তোমায় করি,
    ভাবিনা কেউ , নিজের কবর -
                    নিজেই আমরা খুঁড়ি।


    স্নেহের বাতাস বইলো হঠাৎ
                    কইলো বৃক্ষরাজ ,
    শুধরে নাও ভুলটা নিজের
                    সময় হোয়েছে আজ।


    আহ্বান করি,বলি মানবেরে
                    নিওনা মোদের প্রাণ,
    আমা হতে নির্গত, শুদ্ধ বায়ু যে
                    করে তোমাদের ও জীবন দান!!!