অপেক্ষায় ছিলাম আমি
                কদম গাছের তলে,
    মনের ভিতর ছিল আশা
                এই বুঝি এলে।


    মধুর বাতাস বইছে ধীরে
                ঝরছে কদম ফুল,
    তোমার আশায় বসে আমি
                করছি না তো ভুল!!


    ধীরে ধীরে নামছে আঁধার
                ঘরে ফেরার পালা,
    আর কতক্ষন রইব আমি
                হেথায় একেলা।


    গাগরী আমার শুন্য আজও
                জল ভরিনি তাতে -
    ভেবেছিলাম আসবে তুমি
                ভরব তোমার সাথে।


    চিকন বাঁশীর মধুর সুরে
                দেখি পিছন ফিরে,
    স্নিগ্ধ সে এক আলোর ছটা
                রয়েছে আমায় ঘিরে!!!