কেউ কি তোমরা শুনেছ কখনো
অরণ্যের হাহাকার!
কেউ কি তোমরা দেখেছো কখনো
তার অশ্রুজলের ধার!


ভেবেছো কি কখনো তোমরা!
তাদের ও প্রান আছে,
তাদের ও দাবী আছে কিছু
আমাদের কাছে!


তারাও বাঁচতে চায়;বলে,"বাঁচতে দাও,
বাঁচাও আমাদের,
কোরোনা তোমরা সূত্রপাত
মহা প্রলয়ের!"


প্রকৃতির ও মন আছে,
সে ও দেয় অভিশাপ;
বলে,"ধ্বংসের পথে যেওনা এগিয়ে
কোরোনা এমন পাপ"!


বহু জীবনের আশ্রয় দাতা,
বিশাল এই অরণ্য;
বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানব," তোমরা
হোয়ো নাকো বন্য।"


           @@@@@@@@@@@@