দাঁড়াও বন্ধু


        দাঁড়াও বন্ধু, যেওনা চলে -
        এসেছি তোমার বিদায় কালে,
        ভয় নাই বাঁধা নাহি দিব
        শুধু বিদায় মাল্য খানি পরাব।


        ভুলিতে যদি তুমি চাও মোরে -
        ফিরাইব না,হাত দুটি ধরে ,
        স্মরণ করাইব না সেই স্মৃতি
        শিশুকাল হতে গড়েছিল যে প্রীতি।


        মনে যদি পড়ে, সেদিনের কূজন
        হাতে হাত ধরে আমরা দুজন ,
        কত অভিমান,কত না অঙ্গীকার -
        অধর স্পর্শের প্রথম উপহার।


        তবু ও বলিব এসোনা গো ফিরে
        কোরোনা মনে এ অভাগিনীরে ,
        বিজয় রথে তুমি কর আরোহণ
        ভুলে গিয়ে তবে,সব পিছুটান।


        ভুলিয়া থাকিও তুমি আমারে
        জয় করো, তোমার আরাধ্যরে ,
        একান্তে বসিয়া ভাবিব তোমায়
        যখন ভালোবাসিতে আমায় ।


        অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে,
        সুখে- দুঃখে রইব তোমায় ছুঁয়ে!!!