চাওয়ার কোন অন্ত নেই
                যা দেখি তাই চাই,
    ভালো মন্দের বিচার পরে
                আগে তো সেটা পাই।


    পাওয়ার পরেও মন ভরে না
                এইটা তো ঠিক চাইনি,
    ওটাই বোধহয় ছিল ভালো
                যেটা আমি পাইনি।


    নিজের উপর ভরসা যে মানুষ
                 নিজেরাই হারিয়েছে,
    অন্যের বাগানের সবুজ তাই
                 বেশী চোখে পড়ছে।


    পাওয়ার নেশায় মানুষ যে আজ
                 চোখ বাঁধা এক ঘোড়া,
    কুক্ষিগত সব ই , করতে হবে যে
                 যা আছে সোনায় মোড়া।


    রেসের ঘোড়াও দিনের শেষে
                 শান্তিতে ঘুমায় রে,
    মানুষ ঘোড়ার শান্তি কোথায়
                 শুধুই যে ছুটে মরে!!!