বেসুরো
       @@@@@@@@@


    আমাদের বাড়িতে আজ বিয়ে,
    বেজে চলেছে সানাই, মধুর তানে।

   সুখী, সুন্দর, ছোট বড় মুখের
                   আনাগোনা।
    কানে আসে উচ্ছসিত হাঁসির
                     ফোয়ারা।
    চারিদিকে লাল নীল সবুজের মেলা
                  নিমন্ত্রিতদের ভীড়,
    চলছে কনে দেখার,অতি ব্যস্ততা।
                নুতন শাড়ির খসখস
    চড়া গন্ধ, কসমেটিকস এর।
    
    লুচি, মাংস,পোলাও, মিষ্টি
          এলাহী বন্দোবস্ত,
              পরিবেশ জমজমাট।


    হঠাৎ জানলা দিয়ে চোখে পড়লো
    এঁটো পাতা চাটছে,রোগা ছেলেটি
    উচ্ছিষ্টের পাহাড়, তার পাশে----
    অনেক জীর্ণ শীর্ণ মুখ,
      ক্ষুধিত দৃষ্টি।


    মধুর সানাই বাজলো
           বড়ই করুণ সুরে।
    সারি সারি,শত শত অব্যক্ত
                 কন্ঠের স্বর,
    সানাই এর সুরকে করলো
              বে-- সু-- রো !!!


############
                শম্পা দত্ত