দোয়েল ফিঙ্গে চন্দনা
           ****************


      দোয়েল, ফিঙ্গে, চন্দনা,
      দেখতে তো ভাই মন্দ না।
      সদাই তোমরা বেড়াও উড়ে
      চাওনা ভাই একটু ফিরে।
      সুনীল আকাশ ভালো জানি,
      কিন্তু খারাপ নইকো আমি।
      এসো না ভাই আমার কাছে,
      আলো আঁধারের মিলন সাঁঝে।
      খেতে দেবো সর ও ছোলা,
      ওরে তোরা সব মন ভোলা।
      বসতে দেবো সোনার দাড়ে,
      তাকাস কেনো আড়ে আড়ে!
      একটুও মিছে বলছি না ভাই,
      কাছে এলেই বুঝবে সবাই!!!


     &&&&&&&&&&&&&
                  শম্পা দত্ত