মনের দরজা
     *"*"*"*"*"*"*"*"*


    মনের দরজা রেখো গো খুলে
                দেখবে জাদুর খেলা,
    খোলা চোখে যা যায়না দেখা
               তারে কোরোনা অবহেলা।


    মন যা শোনে, মন যা বোঝে
                সেটাই আসল সত্য,
    মনের উপর খাটেনা কোনো জোর
                মন যে বড়ই অবাধ্য।


    মনের দরজা দাওগো খুলে
                মনের গতি থাক,অব্যাহত
    মনের আঘাত, নিরাময় নয় সহজ
                মন যদি হয় আহত।।


    &&&&&&&&&
                  শম্পা দত্ত