বাড়লে বয়স সবার মনে,
               জাগে একটা ভয়;
    এবার যদি ঘরের ভিতর,
                একা থাকতে হয়!


    ব্যস্ত সবার ছেলে মেয়ে,
                তাদের কোথা পাই;
    বাপ-মা কে সঙ্গ দেবার,
                উপায় তাদের নেই!


    তখন ভাবি আমার যদি,
                থাকতো অনেক ধন;
    মনের সাধে গড়তেম এক,
                আশ্রম মনোরম!


    আমার মতো যারা আছে,
                তারাই হোতো সাথী;
    নারী, পুরুষ থাকতো সবাই,
                আনন্দেতে মাতি!


    সবাই সবার বন্ধু হোতো,
                খুনসুটি সারাক্ষণ;
    সুখ, দুঃখের সাথী হয়ে,
                ভরতো সবার মন!


    থাকতো নাকো রেষারেষি,
                থাকতো না হিংসা;
    খোলা মনে থাকতো সবাই,
                বিলিয়ে ভালোবাসা!


    ইচ্ছা হলে যাবে সবাই,
                আপনজনের কাছে;
    কাটবে সেথায় দুদিন সুখে,
                আপনজনের মাঝে!


    অবশেষে ফিরবে সবাই,
                স্বপ্নের বৃদ্ধাশ্রমে;
    কাটবে সবার বাকী জীবন,
                আনন্দে ও সম্মানে!!!