গৃহবধূ
              ********
    এক যে ছিল গৃহবধূ
                সবাই ভালোবাসতো,
    ঘর ভরা অনেক লোকের
                খেয়াল সে রাখতো।
    সকাল সন্ধ্যা রান্নাঘরে
                থাকতে ভালোবাসতো।
    সবাই কিসে থাকবে খুশী
                তাই শুধু ভাবতো।
    বাড়ির সবাই সকল কাজে
                তাকেই শুধু ডাকতো,
    সবার ভালোবাসা পেয়ে
                মনের আনন্দে থাকতো।


    সুন্দর এক সকাল দেখে
                হঠাৎ তার কিযে হোলো,
    খুন্তি ছেড়ে, খাতার পাতায়
                কবিতা লিখে বসলো।
    বেড্ টী না পেয়ে সবাই
                হৈ হৈ করে আসলো,
    রাগের সাথে চোখ রাঙিয়ে
                বকতে তাকে থাকলো।


    আল্হাদ করে খাতা তুলে
                সবাই কে সে দেখালো,
    বাড়ির কর্তা হুকুম দিলেন
                সব কিছু ছিঁড়ে ফেললো।
    ঘরের বউ, তোমার জায়গা
                রান্না ঘরে ছিল,
    সেখান থেকে বেরিয়ে এসে
                করোনি তুমি ভালো।


    অপমানে মুখ নিচু করে
                নীরবে সে কাঁদলো,
    এরা তার আপনজন
                ভেবে অবাক লাগলো!!!


বিঃদ্রঃ---- আজ ও কোথাও কোথাও
              এমন টা হয়।
          
                      শম্পা দত্ত