এসেছি ফিরে
            ************
        এসেছি ফিরে, কবিতার আসরে
        মনে কি তোমরা রেখেছ মোরে!

        বিজ্ঞ কবি নই কো আমি--
        মনে যা আসে লিখতে জানি।


        কেউ বা পড়ে,কেউ পড়েনা,
        কেউ বা করে সমালোচনা।


        আমি যে কবি মনে প্রাণে,
        কবিতা ভাসে যে মনের গহনে।
    
        বুকের ভিতর করে দ্রীম্ দ্রীম্
        মনে জাগে যে নানান থীম।


        কলম আবার নিলেম হাতে,
        লিখব বলে খাতার পাতে।


        পড়ো না পড়ো,লিখব আবার,
      এসেছি যখন ফিরে একবার!!!


         ***************

               আমি দু' হাজার কুড়ি
         ###################


        আমি কি শুধুই বিভীষিকা!!
        নেই কি আমার কোনো অহমিকা?


        নিয়েছি কেড়ে, তোমাদের সুখ
        দিয়েছি কি শুধুই,ভয় আর দুঃখ!


        অহরহ যে ডাকো, ভগবানে ও বিঞ্জানে,
        তাড়াবে সকলে মিলে আমারে কেমনে।
      
       অতিষ্ঠ, বিরক্ত তোমরা আমাকে নিয়ে,
       ভাবনিতো, আমিও গেলাম কিছু দিয়ে।


       জানতে কি এতো অল্পেও বাঁচা যায়,
       আপনজনেরা ও দূর হতে কাছে রয়।


       আকাশ বাতাস এতো শুদ্ধ যে আজ,
       সে তো আমা হতে, এবছরের রাজ।
      
       কতো বিষাক্ত ছিলো,এই বাতাবরণ,
       নীলকন্ঠ হয়ে, আমি করেছি তা ধারণ।


       তাও তোমরা চাওনা আর আমায়
       অভিশপ্ত আমি সবার মনের পাতায়।


       কালক্ষয় না করে, নিলাম বিদায়,
       ভালো থেকো তোমরা,নব আশায়।


       চিরবিদায় নিলাম, দু'হাজার কুড়ি,
       আশাকরি ফুটবে সবার স্বপ্নের কুড়ি!!!
  ***************
                               শম্পা দত্ত