হতেম যদি আমি
               ছোট্ট গোলাপ কুঁড়ি,
    পাপড়ি আমার দিতেম মেলে
                আসতো ভ্রমর উড়ি!
    ছোট্ট সোনা বন্ধুরা মোর
                ঘিরতো আসি মোরে,
    সোহাগ করে সিচতো বারি
                আমার আপন গোড়ে!


    হতেম যদি আমি
                রঙীন প্রজাপতি,
    রামধনু রঙ ছড়িয়ে আমার
                ওড়াই হোতো মতি!
    ছোট্ট সরল দেব‌ শিশুরা
           ‌     আসতো আমার কাছে,
    কোলাহলে ডাকতো আমায়
                তাদের খেলার মাঝে!


    হাতেম যদি আমি
                ছোট্ট সবুজ পাখী,
    সুনীল আকাশ পরাতো আমায়
                ভালোবাসার রাখী!
    এলিয়ে ডানা যেতাম আমি
                অজানা সেই দেশে,
    ভোরের রবি গগন চুমি
                যেথায় ওঠে ভেসে!


    হতেম যদি আমি
                পথ চলা সেই নদী,
    চলার পথে দুষ্টু পাহাড়
                বাঁধতো আমায় যদি।
    বাঁধ ভাঙা মোর উথ্থাল ঢেউ
                ভাসিয়ে দিতো তারে,
    নৃত্য ছন্দে এগিয়ে যেতাম
                সুদূর ঐ সা-গ-রে!!!