কবিবন্ধুরা আপনারা সবাই জানেন, বিগত কয়েক দিন ধরে আমাদের প্রিয় কবি শামীমুল হক হীরা
প্রয়াত বঙ্গবন্ধু কে কেন্দ্র করে, বেশ কিছু কবিতা প্রকাশ করেছেন।
            এসময় আমি কবিকে বলেছিলাম,, মুজিব রহমান আমার কাছেও এক বিশেষ নাম। ছোটবেলায় আমিও ওনাকে কেন্দ্র করে একটি কবিতা লিখে ছিলাম।
             শামীমুল ভাই সেটা পড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই আজ ওনার সন্মানার্থে কবিতা টি
কবির আসরে প্রকাশ করলাম।
  কবিতার নাম  " জয়বাংলা " ।


                    জয়বাংলা


    ঘনাইয়া আসিয়াছে বাংলার পরে
                    দুর্ভিক্ষের ছায়া,
    তবুও বাঙালি ত্যাজিতে পারেনা
                    জয়বাংলার মায়া।
    খাদ্য নাই, বস্ত্র নাই, নাই পানীয় জল,
    ক্ষুধায় কাতর নর-নারী হবে, হইয়াছে ক্ষীণ বল।
    ক্ষীণ কন্ঠে তবু তারা কয়, জয়বাংলার জয়,
  প্রাণ থাকিতে মান দিবো না, কিসের মোদের ভয়।


      মুক্তি ফৌজের অধিনায়ক
                  শেখ মুজিবুর রহমান,
     খাঁটি তোমার দেশ প্রেম
                   করিয়াছ তা প্রমাণ।
     বজ্র কন্ঠে প্রেরণা তুমি
                    দিয়াছ মোদের ভাই,
     আমরা সবাই তোমার সুরে
                    কন্ঠ স্বর মিলাই।
     মুজিব তুমি কান্ডারী
                    জয়বাংলার দিশারী,
     আমরা তোমায় সবাই মিলে
                    তাইতো প্রণাম করি।।।