‌    জীবন, তুমি সুন্দর, মধুর,
          অভিনবত্বে ভরপুর।
    জীবন, তুমি অসীম, অনবদ্য,
             সীমায়িত করা যায় না তোমাকে।
     প্রতিদিনের ভাঙ্গা গড়ায়,
           নূতন করে উপলব্ধি করি।


     সমুদ্র তটে বালির উপর আঁকিবুকি,
              বার বার মুছে যায়,
        প্রতিনিয়ত পরিবর্তিত হয় দৃশ্যপট;
               তোমার রঙ্গমঞ্চে!


          তুমি বিস্ময়, তুমি আনন্দ,
               তবু, তুমি নিষ্ঠুর-
           ক্ষমাহীন, চঞ্চল, ভয়ঙ্কর।


       সামান্যতম ভুলের ও মার্জনা নেই
                 ত্রুটির যাঁতাকলে;
           কত সবুজ, নরম ভালোবাসা,
           দলেপিষে একাকার হয়ে যায়;
    ফিরেও চাওনা,কারণ অনুসন্ধান করোনা।


                  বড় নির্মম তুমি-
             সময় দাও না সংশোধনের,
           কালের চক্রে এগিয়ে চলেছ,
             সময় নেই, বড় অহঙ্কার!
‌‌‌     অসহায়ের আকুতি, পীড়া দেয় না তোমায়,
            অহঙ্কারের মদ পানে প্রমত্ত!


              তবু তুমি ভীত, আতঙ্কিত-
          মৃত্যুর হাতছানিতে থমকে দাঁড়াও,
                 রুদ্ধ হয় চলার গতি,
                 ভেঙ্গে যায় অহঙ্কার।


             মৃত্যু, জানিনা তোমার রুপ!
‌                 মন বলে, তুমি সুন্দর,
                      ভয়ঙ্কর সুন্দর!


       বৈচিত্র্যহীন তুমি,শীতল তোমার আলিঙ্গন,
                  তবু প্রেমময়, সুন্দর।
             জীবনের সকল গ্লানি, মুছে যায়-
                      তোমার স্পর্শে।
               ব্যর্থতা ঢেকে যায়, তোমার
               স্নেহালিঙ্গনে(হোক না শীতল)