জীবন মাত্র একটি


    জীবন সবার মাত্র একটি
    কোরোনা অবহেলা,
    মনের সকল ইচ্ছা গুলো
    পুরা ও এই বেলা।


    মানবিকতার পূণ্য স্নানে
    সিক্ত করো নিজেরে,
    মানব ধর্ম ই, শ্রেষ্ঠ ধর্ম
    কহ তা উচ্চ শিরে।


    নাপাক ইচ্ছা রেখোনা  মনে
    অন্তর রাখো শুদ্ধ,
    সফলতা চরণ চুমিবে দেখো
    হবেনা দ্বার রুদ্ধ।


    সবাই আমরা, ক্ষনিকের অতিথি
    এসেছি ধরার বুকে,
    সৎ কর্মের অঞ্জলি অর্পনে
    গর্বিত করো মা কে।
  
    জীবন সবার একটি, তাই
    এমন কিছু করো,
    ভীড়ের মাঝেও, নিজেকে যাতে
    চিনতে তুমি পারো।


    হারিয়ে যাওয়া অনেক সোজা
    ধ্রুবতারা তুমি হও,
    আলো তোমার দাও ছড়িয়ে
    পথ দেখিয়ে যাও।।


                      শম্পা দত্ত