দৃষ্টিভঙ্গি সব মানুষের
                  একই প্রকার হয় না,
      সবার কাছে সব কিছুর
                  একই মানে রয়না।


      কেউ বা দেখে আধা ভরা
                  কেউ বা আধা খালি,
      কেউ বা দেখে সাগর তরঙ্গ
                  কেউ বা শুধুই বালি।


      কেউ বা শুধুই মনে রাখে
                  পাওয়ার আনন্দকে,
      কেউ বা আবার কেঁদে মরে
                  দুঃখ মনে রেখে।


      প্রদীপ শিখা কারুর মনে
                  জাগায় আশার আলো,
      কেউ বা আবার দেখে শুধু
                  প্রদীপ তলের কালো।


      লোকের কথা শুনলে পরে
                  কারুর বা মান যায়,
      কেউ বা ভাবে মন্দ কি আর
                  যদি উপকার হয়!


      এমন তর অনেক কিছুই
                  যায় যে চোখে দেখা,
      দৃষ্টিভঙ্গির সঠিক সংজ্ঞা
                  নেই কো কোথাও লেখা।


      দৃষ্টিভঙ্গিতে উদারতা যদি
                  একটু তুমি রাখো -
      নাকারাত্মক কিছুই যে আর
                  থাকবে না তা দেখো।


      দৃষ্টিভঙ্গি টা যদি তোমার
                  সাকারাত্মক হয়,
      জীবন যুদ্ধে তবে তোমার
                  হবেই হবে জয়!!!