আধারে আলো

    বিষন্ন মনে, বৃদ্ধা একা
                দাড়িয়ে বারান্দায়,
    উৎসব আজ চলছে দেখো
                সবার আঙ্গিনায়।


    আলোক মালায় সজ্জিত আজ
                সবার ঘর দুয়ার,
    তার ঘরে আজ নেই আলো
                রয়েছে শুধু ই আধার।


    এমন উজল দেওয়ালীর রাত
                তার জীবনেও ছিলো,
    ভাগ্যের চাকা, তার জীবনের
                সব কিছু কেড়ে নিলো।


    মনের দুখে, দু নয়নে তার
                অশ্রু নেমে আসে,
    তারার মাঝে, খোঁজে প্রিয়জনে
                সুদূর ঐ আকাশে।


    এমন সময় একটি ছেলে
                কাছে তার আসে,
    ঠৈকিয়ে মাথা পায়ে তাঁর
                পাশে এসে বসে।


    মিষ্টি কন্ঠে শুধায়  সে তারে
                কেমন আছো মা,
    আমি তোমার একটি ছেলে
                চিনতে পারো না।


    অবাক হয়ে বৃদ্ধ ভাবেন
                এ কেমন তরো কথা,
    কেমন করে বুঝলো বাছা
                মোর মনের ব্যাথা।


    বললে ছেলে, আমি আজীবন
                থাকব তোমার সাথে,
    জন্ম আমায় নাই বা দিলে
                তোমার কোখ হতে।


    মাতৃহারা অনাথ যে আমি
                মা কি পাবো না,
    আমার সাথে, আমার ঘরে
                থাকবে তুমি মা।


    আনন্দ অশ্রু আখি হতে বৃদ্ধার
                পড়লো ঝরে ঝরে,
    পরম আদরে জড়িয়ে ছেলেকে
                রাখলে বুকে ধরে।


    চোখের নিমেষে, বৃদ্ধার মনে
                উঠলো জ্বলে আলো,
    হাজার বাতির রোশনাই তে
                আধার দূরে গেলো।


    এমন মনের সন্তান যেন
                সবার ঘরে হয়,
    দুখী মানুষের মুখে তারা
                হাসি যেন ফোটায়।


                          শম্পা দত্ত