মুখোশধারী
        **************


      মানুষ আজ মুখোশধারী
      মুখোশের আড়ালে কারবার,
      সহজ সরল মানুষগুলো
      তাই, ধোঁকা খায় বারবার।


      সুন্দর মুখের আড়ালে থাকে
      অমানবিক, কুৎসিত এক মন,
      অন্যায় ভাবে সব কিছু পাওয়া
      এটাই তাদের ধ্যান- জ্ঞান।


      মুখোশধারী মানুষেরা আজ
      সমাজের বুকে এক কলঙ্ক,
      সহজ সরল মানুষের কাছে
      তারা, ভয়াবহ এক আতঙ্ক।


      ভালবাসা ও সরল বিশ্বাসে
      ভরসা যদি তাদের করো,
      দিনের শেষে বুঝতে পাবে
      সামনে বিপদ তোমার বড়ো।


      মুখের কথা মিষ্টি হলেই
      বন্ধু যে সদা সে হয় না,
      সুন্দর মনের মানুষের মুখ
      হামেশাই সুন্দর যে হয় না।


      ভাবতে বড়ই অবাক লাগে
       এমন কেনো যে হোলো,
       মানুষের বিকলাঙ্গ মানবিকতা
        এতো প্রশ্রয় কি করে পেলো!!!


  """"""'''''''''''
              শম্পা দত্ত