জীবনের ধারাপাত
    *******************


    ভুমিষ্ঠ শিশু বোঝেনা কিছুই
                কাটায় সে হেসে খেলে,
    আদর ভালোবাসায় ভরিয়ে জীবন
                 কোল  হতে  কোলে।


    ধীরে ধীরে বাড়ে যে তার
                শরীর ও মন,
    শিক্ষা সংস্কার  দেয়  তাকে
                তার  আপনজন।


    বালখিল্যের আঙ্গিনা ছেড়ে
                কৈশোরে  পদার্পণ,
    এবার শুরু হয় যে  তার
                  আসল  জ্ঞানার্জন।


    পথ চলতে, সরল কঠিন
                  সবই  যায়  দেখা,
    কাহার ও পথ সরল হয়
                   কাহার ও বা বাঁকা।


    জীবন সংগ্রামের কঠিন লড়াই
                    লড়েই  যেতে  হয়,
    লড়াই  করে ই জীবন টাকে
                    গড়ে  নিতে  হয়।


    থিতু হওয়ার পরে যে আসে
                    জীবন সাথীর পালা,
    একে অপরকে  ভরসা  করে
                       গলায় পরায় মালা।


    সমাজ সংসারের সকল নিয়ম
                     মেনে চলার  পরে,
    দায় দায়িত্ব সকল কর্ত্যব্যের
                    অবসান সে করে।


    এবার শুরু অনন্ত অবসর
                  ডুব দাও মন সাগরে,
    নিজের বিচার নিজেই করো
                   এ ভব কারাগারে।


    শমন যখন আসে সবার
                  করতে হয় সই,
    পরপারের ডাক এলে আর
                  উপায় কিছুই নেই!!!


   ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
                     শম্পা দত্ত