জীবনের এই ছেঁড়া পাতায়
              স্মৃতি গুলো সাজায়ে রাখি,
  অনাদরে ভেসে আসা-
              তারে ভাষায় আঁকি।


  কত কি পেয়েছি আমি
             জীবন সাগর প্রান্তে,
  হারায়ে ফেলেছি কত-
            অবহেলে অজান্তে।


  হিসাব রাখিনি তার
           কখনও তো আমি!
  মাঝে মাঝে মন তবে
           কেনো আনে টানি?


  ( কেনো) পুরাতন সে স্মৃতি মাঝে
                উঁকি দেয় মন,
  হাজারো কাজের মাঝে মোরে
                করে জ্বালাতন।


  স্মরিতে চাই নে তবু
             ফিরে ফিরে আসে-
  সযতনে স্মরি যদি
             দূরে পালায় সে।


  জীবনের কিছু কথা
             সকলেই জানে,
  কিছু বা লুকানো থাকে
             নিভৃত গোপনে।


  সকলি আসি যবে
           দাঁড়ায়ে তারা-
  স্মৃতির অঙ্গন মাঝে
           মন দেয় সাড়া।


  হারানো সে পুরাতন
            সুন্দর ক্ষণ,
  স্মৃতি তুই ফিরে দিস
          অমূল্য সে রতন।