মসি যেন হয় তোর
          খাপ খোলা তলোয়ার,
          মসির আঘাতে কর ছিন্ন
          যত অনাচার, অবিচার।


          বিশ্ব যাঁরা করছে নিঃস্ব
          সৃষ্টি করে নৈরাকার ,
          মসির গায়ে দে লুটিয়ে
          বিশ্বজোড়া ঐ স্বেচ্ছাচার।


          সত্য যাহা কঠিন হলেও
          প্রকাশ তারে করতে হয়,
          বিকৃত নয় স্বীকৃত যা
          মসির ঘায়ে লিখতে হয়।


          বিনা মেঘে বজ্রপাত
          পড়ে ও যদি মাথায়,
          কঠিন হাতে কাটব তারে
          মসি যে হাতের পাতায়।


          মৃত্যুকে আজ তুচ্ছ করি
          পাইনা রে ভয় মরতে,
          তার বিনিময়ে ওঠে যদি
          নুতন অর্ক,কাল প্রভাতে!!!