ছোট্ট পাখি মুনিয়া
                খাঁচাটি তার দুনিয়া,
    ছোট্ট সে তার অবাক চোখে
                দেখছে বাহির পৃথিবীকে
    রয় চেয়ে ঐ আকাশ পানে
                ভাবছে বসে আপন মনে-
    ডুবিয়ে পাখা কেমন করে
                উড়বে সে ঐ সুনীল পরে!
    ঐ যে সবুজ আঁধার খানি
                দিচ্ছে তারে হাতছানি-
    ঐ যে ওরা অনেক দূরে
                ভাসছে হাওয়ায় গাইছে সুরে!
    আমার ও তো ইচ্ছা করে
                করি মিতালী ওদের তরে!
    হতাশ হয়ে ভাবছে পাখি
                খাঁচায় বন্দী থাকব নাকি!
    এমন সময় ছোট্ট আওয়াজ,খুট্
                অবাক পাখি পাখনা মেলি ছুট্।।