ছায়া সুনিবিড় মায়ায় ভরা
                ফুল গাছেতে ঘেরা,
    ছোট্ট কুটির খানি মোর
                এ দুনিয়ায় সেরা।
    জোনাকিরা জ্বালায়ে বাতি
                দোয়েল,শ্যামা দোলে,
    শিউলি, বকুল, জুঁই, মালতী -
                হাস্নাহেনার ডালে।
    জ্যোৎস্না রাতে চাঁদের হাসি
                ঝিঁঝিঁ পোকার ডাকে,
    ফুল পরীরা বাজায়ে বাঁশী
                কেয়া,কদম শাঁখে।
    ভোরের রবির রাঙ্গা আলো
                রাঙ্গিয়ে দিয়ে যায়,
    ঘুম ভাঙ্গানিয়া পাখীর পাখ্
                মোর সে আঙ্গিনায়।
    হোকনা যতই ছোট্ট এই
               কুটির খানি মোর,
    আশীর্বাদ ওই ঈশ্বরের
                ঝরবে জীবন ভোর।।