নর ই নারায়ণ
            *************


  বন্ধুরা  আমাকে  বলেছিলো
  জীবন টা যে  তোর বৃথাই গেলো,
  কতবার  মোরা  সেধেছি  তোরে
  চল্  আসি  ঘুরে, তীর্থ  কোরে।
  মথুরা  বৃন্দাবন  গয়া  ও কাশী
  বাবার  মাথায়  জল  ঢেলে আসি,
  দেব  দ্বিজে  ভক্তি যদি  না  করো
  পরকালের রাস্তা, হবেনা সড়োগড়ো।


  মৃদু হেসে বলেছিলাম,রাগ করিসনা
  এ পূণ্য সঞ্চয়, আমার যে হবে না।
আমার পাশের বস্তিতে দুস্থ যত আছে,
পৌঁছে দেব আমার সেবা তাদের মাঝে।
নরের সেবায় পাব নারায়ণের আশীষ,
মানুষেই ঈশ্বরের বাস,কেন তা ভুলিস!!


    """""""""'"'"
               শম্পা দত্ত