হলো না তো বলা


    জানিনা কখন, বেধেছিল তারা
    জীবনের গাটছড়া,
    ভালোবেসে নয়, চেনা পরিচয়
    শুরু সংসার করা।


    চলেছিলো তারা , হাতে হাত রেখে
    তালে তাল মিলিয়ে,
    জীবন যুদ্ধে , হারেনি যে কখনো
    পড়েনি তো পিছিয়ে।


    জীবনের পথ ধরে, চলতে চলতে
    কখন যেন তারা,
    বেসেছিলো ভালো, একে অপরকে
    কোনও স্বার্থ ছাড়া।


    একের বেদনায়, অন্যের হৃদয়ে
    যন্ত্রনা বিদ্ধ হতো,
    একের আনন্দে, অপরের মনে
    খুশীর বান ডাকতো।


    জীবন মধ্যাহ্ন পেরিয়ে যে গেল
    কাটলো হাসি খুশি,
    কখন ও তাদের, হলো না বলা
    তোমায় ভালোবাসি।


    জোছনার রাতে, আজ ও তারা
    হাত রাখে হাতে,
    হৃদ্ স্পন্দন, শোনে তারা আজও
    বুকে কান পেতে।


    তবুও তাদের, হলো না যে বলা
    তোমায় ভালোবাসি,
    বৃদ্ধ বৃদ্ধার, কেটে যায় দিন
    মুখে শুধু হাসি।


    একদিন ভোরে, দেখিলো বৃদ্ধ
    সাথী টি গেছে চলে,
    যাবার বেলা, ডাকিল না তারে
    গেলনা কিছু বলে।


    বৃদ্ধ ভেবেছিলো, আজ সকালে ই
    চুপটি করে আসি,
    দুহাতে জড়িয়ে, বলবে তারে
    তোমায় ভালোবাসি।


    হলো না তো বলা, সেই কথাটি
    তোমায় ভালোবাসি,
    অশ্রু সজল আখি তুলে দেখে
    সাথীর মুখে হাসি!!!


                       শম্পা দত্ত