দুই গজ ধরা
        
        মাঝ রাতে ঘুম ভেঙে
                    প্রশ্ন জাগে মনে,
        মানুষ কেন মানুষের তরে
                    মৃত্যু বাণ হানে।
  
        এতো কেন চাহিদা সবার
                    সব পেতে চায়,
        মিলে মিশে থাকার বাসনা
                    কেনো নাহি হয় !


        ধরার বুকে প্রতিটি মানুষ
                    আসে খালি হাতে ,
        যাওয়ার বেলা শুধুমাত্র
                    কীর্তি থাকে সাথে ।


        সবাই আমরা সব‌‌‌ ই জানি
                    তবু ও করে চলি ,
        ষড়রিপুর অসীম প্রভাবে
                     হয়ে যাই বলি ।


        করিলে যতন, হয়তো সম্ভব
                       রিপু জয় করা ,
        যাওয়ার বেলা, ভাগ্যে জোটে শুধু
                       দুই গজ ধরা!!!



সুপ্রভাত,কাল মাঝ রাতে ঘুম ভেঙেই
মাথায় কিছু প্রশ্ন এলো, তাই আজ সকালে ই
কবিতার মাধ্যমে আমার সকল কবি বন্ধুদের সঙ্গে
ভাবনা গুলো শেয়ার করলাম।
     প্রিয় কবি বন্ধুদের জন্য অফুরন্ত শুভেচ্ছা রইলো
                               শম্পা দত্ত