আমাদের ই দায়
          **************


    আলস্যেতে দাঁড়িয়ে ছিলাম
                রেলিং এ হাত  রেখে,
    চোখের সামনে বিশাল নদী
                চলেছে  এঁকে  বেঁকে।


    দূরে দেখা যায়,জেলের নাও
                উজান  বেয়ে  চলে,
    সময় সুযোগ বুঝে তারা
                ঝপাৎ , জাল  ফেলে।


    আরও দেখা যায়,যাত্রিবাহী
                ফেরির  আনা  গোনা,
    গ্রামের বধূরা,জল নিয়ে যায়
                ডুবিয়ে  কলস  খানা।


    নয়নাভিরাম শোভায় মুগ্ধ
                কবিতা  লেখে  কবি,
    রঙ তুলি হাতে,চিত্রকারেরা
                এঁকে  যায়  ছবি।


    নদী আমাদের বেঁচে থাকার
                উপায়  করে  দেয়,
    তাই তো নদী কে, বাঁচিয়ে রাখা
                আমাদের ই  যে  দায়!!


            #########
                          শম্পা দত্ত