দোসর


          কে গো তুমি,অমন করে
          বাজাও বাঁশি ব্যাকুল সুরে!


          হৃদয়ের ঠিক মাঝখানে
          দাগ কেটে যাও,আপন মনে।


          কইতে নারি কোন কথা,
          বুঝি আমি তোমার ব্যথা।


          বাঁশীর সুরের কথা তোমার,
          হৃদয় মাঝে ফোটে আমার।


          বাক্য মাঝে সাজায়ে তারে,
          বলব আমি বলো কাহারে!


          তুমি মগ্ন তোমার বাঁশীর তানে,
          মৌন আমি রই, আমার গানে।


          বাঁশীর সুরে,আবেগ ভরে,
          একটি কথাই , উঠছে গড়ে।
          
          আমার গানের মৌন তানে,
          সেইটি তোমার কইছি কানে--


          দোসর তুমি মোর মনের-
          আমি যে তোমার প্রাণের!!!