সেদিনের সেই মধ্যাহ্নে
                    তপ্ত রৌদ্র মাথায়,
    দাড়িয়ে ছিলাম বাস স্টপে
                    তোমার অপেক্ষায়।


    ফোন করে বলেছিল
                    আমি যেন আসি,
    ভুল যেন হয়না আমার
                    যদি ভালোবাসি।


    মধ্যাহ্ন হল অপরাহ্ন
                    বেলা গেল গড়িয়ে,
    দাড়িয়ে তবু রইলাম আমি
                    চোখে স্বপ্ন জড়িয়ে।


    হঠাৎ দেখি দাঁড়িয়ে তুমি
                    রাস্তার ওপারে,
    অপরূপা এক তন্বী নারীর
                    হাতে হাত ধরে।


    ঝাপসা চোখ রগড়ে নিয়ে
                    দেখি ভালো করে,
    স্বপ্ন আমার গুঁড়িয়ে গেল
                    হতাশার ভারে।


    মুখে বলা ছিলনা সহজ
                    তাই ফোনে ডাকলে,
    করেছো মোরে প্রত্যাখ্যান
                    সেটাই তুমি বোঝালে!!!